শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

চা শ্রমিকদের জন্য মসজিদ নির্মাণ করছেন গায়ক ইমরান

জন্মদিনকে ভিন্নভাবে উদযাপনে সিলেটের তেলিহাটি এলাকার হিলুয়াছড়া চা বাগানে সময় কাটিয়েছেন হালের কণ্ঠশিল্পী ইমরান হোসাইন। এদিন ৫০ জন চা-শ্রমিকদের হাতে ১৫ দিনের খাবার হাতে তুলে দেন তিনি। সে সময় ওই বাগানের চা শ্রমিকরা তাকে একটি মসজিদ নির্মাণে সহযোগিতার জন্য বলেন।

ইমরান তাদের কথা শুনে মসজিদ নির্মাণে প্রয়োজনীয় রড, সিমেন্ট এবং পাথর দিয়ে সহযোগিতা করেন। সেই সঙ্গে নিজের ফেসবুকে সহযোগিতার আহ্বান জানান। তার সেই আহ্বানে অনেকেই আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে এসেছেন। মসজিদটি নির্মাণের কাজ পুরোদমে শুরু হয়েছে।

এ বিষয়ে ইমরান হোসাইন বলেন, আমি পাহাড় ভালোবাসি। তাই সিলেটে ছুটে আসি। চা বাগানে মসজিদটি নির্মাণে এগিয়ে আসার জন্য তারা যখন আমাকে বলে মনের ভেতর তখন অন্য রকম একটা নাড়া দেয়। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করছি। মসজিদটি সুন্দরভাবে নির্মিত হয়। এই কাজে সিলেটে থাকা আমার কয়েকজন মামা এবং ইস্কিল আই টির ফাউন্ডার ছোট ভাই তারেক সর্বাত্মক সাপোর্ট দিচ্ছে।

গায়ক ইমরানের উদ্যোগে তেলিহাটি এলাকার চা শ্রমিক ৯০টি মুসলিম পরিবার শিগগিরই দুইতলা পাকা মসজিদে নামাজ আদায় করতে পারবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img