শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বিএনপি-জামায়াত দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে : স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি-জামায়াত এ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার পানিপাড়া পশ্চিম পাড়া ঈদগাহ মাঠে নূরননেসা-মামিনুল কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চারদিকে ষড়যন্ত্র চলছে, ডানে-বামে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে উন্নয়নশীল সরকারকে উৎখাত করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা হত্যা করতে পারলে দেশকে আবার পাকিস্তান বানাতে পারবে। শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা হয়েছে, আল্লাহর অশেষ রহমতে তিনি প্রত্যেকবারই রক্ষা পেয়েছেন। ২০২৩ সালের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময়ে একটি মেডিকেল কলেজ হাসপাতালও প্রতিষ্ঠা করতে পারেনি। একজন ডাক্তারও নিয়োগ দিতে পারেনি, বরং মানুষের চিকিৎসার প্রথম ধাপ কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছে। তারা ধ্বংসের রাজনীতিতে বিশ্বাসী। বিএনপি-জামায়াত এ দেশের স্বাস্থ্যসেবা ধ্বংস করেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে। আর জননেত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্য খাতে অভাবনীয় উন্নতিসহ মানুষের চিকিৎসার সুব্যবস্থা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব সাইদুর রহমান, নাজমুল হক খান, সাইফুল্লাহ হিল আজম, স্বাস্থ্য অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, মহাপরিচালক (মেডিক্যাল এডুকেশন) অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম প্রমূখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img