মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

এরদোগান-বাইডেন এর বৈঠক অনুষ্ঠিত

জি-২০ সম্মেলনের ফাঁকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বৈঠক করেছেন।

রোববার (৩১ অক্টোবর) ইতালির রোমে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে মানবাধিকার ও এফ-১৬ যুদ্ধ বিমানের বিষয়ে আলোচনা করেছেন দুই নেতা।

আলোচনায় বাইডেন এরদোগানকে এফ-১৬ যুদ্ধ বিমানের বিষয়ে বলেন, এটির জন্য আমেরিকায় একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এছাড়া দুই দেশের মধ্যে যে মতবিরোধ রয়েছে তা যথাযথভাবে পরিচালোনা করার ইচ্ছাও প্রকাশ করেন বাইডেন।

প্রতিরক্ষা ও মানবাধিকারের মতো ইস্যুতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তারা বৈঠক করলেন। আগে তুরস্ক রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করে। এতে ক্ষুব্ধ হয়ে আমেরিকার আইনপ্রণেতারা তুরস্কের কাছে এফ-১৬ বিক্রি করার বিরোধিতা করেন।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, একটি ইতিবাচক পরিবেশে বৈঠকটি হয়েছে। তুরস্ক-মার্কিন সম্পর্ককে আরও জোরদার করার জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক ইস্যুতেও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

এদিকে বৈঠকের পরে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা অংশীদারত্বের ও ন্যাটোর মিত্র হিসেবে তুরস্কের গুরুত্বের কথা বলেন বাইডেন। তবে রাশিয়ার কাছ থেকে তুরস্ক যে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করেছে তা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img