বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

এবার মিশরকে ৩৬ লাখ করোনার টিকা দিল আমেরিকা

মিশরকে ৩৬ লাখ করোনা প্রতিরোধী ফাইজারের টিকা দিয়েছে আমেরিকা।

রোববার (৩১ অক্টোবর) মিশরের স্বৈরশাসক ও বিশ্বাসঘাতক আব্দেল ফাত্তাহ আল সিসির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী ডা. খালেদ আবদেল গাফফার টিকা গ্রহনের বিষয়টি নিশ্চিত করেছেন বলে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ডা. খালেদ আবদেল গাফফার বলেন, মিশর এখন পর্যন্ত ৮২ লাখ ফাইজারের টিকা পেয়েছে।

দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ মেগাহেদ বলেন, টিকার এবারের চালানটি মিশরের মেডিসিন কর্তৃপক্ষ বিশ্লেষণ করবে। তারপর এগুলো দেশব্যাপী টিকা কেন্দ্রগুলোতে পাঠানো হবে।

কায়রোতে মার্কিন দূতাবাস জানায়, আমেরিকান জনগণ ও সরকার মহামারি মোকাবিলায় মিশরের সঙ্গে কাজ করছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img