বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

গ্রিসে আগুনে পুড়ে ছাই ৩০০ বাংলাদেশি শ্রমিকের ঘর

গ্রিসের বসবাসকারী তিন শতাধিক বাংলাদেশি কৃষি শ্রমিকের ঘর পুড়ে ছাই হয়েছে। এসব প্রবাসী শ্রমিক ৩৮টি অস্থায়ী ঘরে বসবাস করতেন। ঘরে থাকা তাদের টাকা-পয়সা ও পাসপোর্টসহ সব কিছু পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সময় রবিবার (২৭ জুন) রাতে গ্রিসের ম্যানোলাডা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই অগ্নিকাণ্ড ঘটে বলে জানা যায়।

পরে খবর পেয়ে মঙ্গলবার গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তিনি স্থানীয় মেয়রকে প্রবাসী বাংলাদেশির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বাংলাদেশি শ্রমিকদের জন্য নিরাপদ ও পাকা ঘর নির্মাণ করে দেওয়ারও অনুরোধ করেন।

প্রবাসী শ্রমিকরা রাষ্ট্রদূতের কাছে বিনামূল্যে নতুন পাসপোর্ট এবং দ্রুত তাদের অভিবাসনের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার অনুরোধ করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img