শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভারতে প্রকাশ্যে জুমা নামাজ পড়ার বিরোধিতা হিন্দুত্ববাদীদের, আটক ৩০

ভারতের রাজধানী দিল্লি সংলগ্ন বিজেপিশাসিত হরিয়ানায় প্রকাশ্য স্থানে জুমা নামাজ পড়ার বিরোধিতা করেছে হিন্দুত্ববাদীরা। এতে ৩০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ অক্টোবর) হরিয়ানার ​গুরুগ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, পুলিশ শুক্রবার ৩৭টি স্থানে নামাজ পড়ার অনুমতি দিলেও গত পাঁচ সপ্তাহ ধরে কিছু হিন্দু সংগঠন নামাজের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আজ জুমা নামাজের সময় হলেই হিন্দু সংগঠনের সদস্যরা নামাজ পড়ার জায়গায় পৌঁছে স্লোগান দিতে থাকে। পরে পুলিশ মোট ৩০ জনকে আটক করে।

গুরুগ্রাম জমিয়ত উলামা সভাপতি মুফতী মুহাম্মাদ সেলিম বলেছেন, বাধ্য হয়ে জনসমক্ষে নামাজ পড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরে মুসলিম জনসংখ্যার পরিপ্রেক্ষিতে মসজিদের সংখ্যা খুবই কম। আমাদের জনসংখ্যা লক্ষাধিক কিন্তু গোটা গুরুগ্রামে মাত্র ১৩টি মসজিদ রয়েছে। খোলা জায়গায় জুমা নামাজ পড়ার কারণ জায়গার অভাব, হিন্দু-মুসলিমের মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টা নয়।

তিনি আরও বলেন, যদি জনসংখ্যা অনুসারে মসজিদের জন্য জমি দেওয়া হয়, তবে মুসলিমরা খুশির সাথে বন্ধ জায়গায় নামাজ পড়তে প্রস্তুত হবে।

এদিকে বিশ্ব হিন্দু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন বলেন, তার সংগঠন আন্দোলনে যোগ দিয়েছে এবং ‘গুরুগ্রামকে সিরিয়া বা আফগানিস্তান হতে দেওয়া হবে না।’

সুরেন্দ্র জৈন দাবি করে আরও বলেন, অতীতের ঘটনাগুলো বলছে, যখনই মুসলিমরা নামাজ পড়ার জন্য খোলা জায়গায় জড়ো হয়, তারা পরে একটি মসজিদ নির্মাণের জন্য জমি দখল করে নেয়। প্রতি সপ্তাহে এই ধরনের সমাবেশ তাদের পক্ষ থেকে একটি অশিষ্ট প্রদর্শন, যা আমরা বরদাস্ত করব না।

তিনি হুমকি দিয়ে বলেন, আমরা সেখানে গিয়ে ‘হনুমান চালিসা’ পাঠ করব।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img