মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

মাদরাসা থেকে ফেরার পথে উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমণের শিকার হলো ছোট্ট শিশু

ভারতের বিভিন্ন এলাকায় মুসলিমদের প্রতি সেখানকার উগ্র হিন্দুদের চরম বিদ্বেষ দেখা গেল আরো একবার। এবার মাদরাসা থেকে ফেরার পথে তাদের সাম্প্রদায়িক আক্রমণের শিকার হলো এক ছোট্ট শিশু। সোমবার (২৮ জুন) ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া শায়ান নামের এক শিশুকে আক্রমণ করে উগ্র হিন্দুরা।

মঙ্গলবার (২৮ জুন) সেখানকার স্থানীয় অনেক পত্রিকা আঘাতে জরজরিত হওয়া শরীরের ছবি প্রকাশ করে। ছবিতে তার জামার পেছনের অংশ ছেঁড়া-ফাঁড়া দেখা যায়। ঘটনাটি ঘটেছে দেশটির বহুল আলোচিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্নাটকে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উগ্রবাদীদের আক্রমণ থেকে দৌড়ে বাঁচার সময় জামার পেছনের অংশ ছিঁড়ে যায় শিশুটির।

মুহাম্মদ মুঈন নামের ভারতীয় এক সংবাদকর্মী ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।

তিনি বলেন, ওই শিশুটির নাম শায়ান। সিক্সের ছাত্র। রাজ্যের ম্যাঙ্গালুরু শহরে অবস্থিত একটি মসজিদে কুরআনের ক্লাস করে বাড়িতে ফিরছিল সে। তখন-ই একদল উগ্র হিন্দু যুবক তাকে আক্রমণ করে। এ সময় শায়ান চিৎকার করলে উগ্রবাদীরা সেখান থেকে পালিয়ে যায়। আক্রমণকালে তাদের পরনে ছিল হিন্দুত্বের প্রতীক গেরুয়া রুমাল।

সূত্র, আল-জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img