শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

সিলেটে বৃষ্টি, আবারও পানি বেড়েছে

গতকাল মঙ্গলবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হওয়ায় ফের দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল সিলেটে বৃষ্টির প্রবণতা বেড়েছে।

এদিকে গত কয়েকদিন ধরে সিলেটের বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করলেও এখনো অনেক এলাকা পানিবন্দি। এরই মধ্যে মঙ্গলবার রাত থেকে আবারো শুরু হয়েছে বৃষ্টি। এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীরা বলেন, দুই দফার বন্যায় ঘরে পানি ঢুকে অধিকাংশ মালামাল নষ্ট হয়ে গেছে। এবার বৃষ্টি দেখে আগেই নতুন করে কেনা মালামাল সরিয়ে নিয়েছি। ঘরের ভেতরে ইট বিছিয়ে উঁচু স্থানে তুলে রেখেছি।

এ প্রসঙ্গে সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, রাতের বৃষ্টির কারণে নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। তবে বৃষ্টি কমে যাওয়ায় শঙ্কার তেমন কারণ নেই। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টি হলে পানি বাড়ার আশঙ্কা আছে। অন্যদিকে সুনামগঞ্জে পানি বেশি থাকায় সিলেট থেকে পানি ধীরগতিতে নামছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img