শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

দক্ষিণ সেনেগালে নৌকায় আগুন লেগে ১৪ অভিবাসীর মৃত্যু

দক্ষিণ সেনেগালে একটি নৌকায় আগুন লেগে কমপক্ষে ১৪ অভিবাসী মারা গেছেন।

মঙ্গলবার (২৯ জুন) স্থানীয় একজন মেয়র এবং এক স্বাস্থ্য কর্মকর্তা এএফপিকে এ কথা জানিয়েছেন।

কাসামান্সের উপকূলীয় শহর কাফাউন্টাইনের মেয়র ডেভিড দিয়াট্টা বলেন, আমরা ১৪টি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

শহরের প্রধান নার্স বুরামা ফাবোর বলেছেন, ২১ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

মেয়র দিয়াট্টা বলেছেন, সেখানে গিনি, নাইজেরিয়া, গাম্বিয়া ও সেনেগালের নাগরিকরা রয়েছেন। তবে এখনো নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

মেয়র বলেন, বেঁচে থাকা ব্যক্তিরা বলেছেন, কারো ধূমপান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যেখানে ধূমপান করা হয় সেখানে জ্বালানি ছিল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img