বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

শেবাচিমে ২৪ ঘণ্টায় ৩ করোনা রোগী ভর্তি; শনাক্তের হার ২০.৫৮ ভাগ

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নানা উপসর্গ নিয়ে ৩ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার একদিনের ব্যবধানে কিছুটা কমেছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত মঙ্গলবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ১ জন রোগী।

বুধবার (২৯ জুন) সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ওই ওয়ার্ডে নানা উপসর্গ নিয়ে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

তাদের ৩ জনের করোনা পজেটিভ। অপরদিকে বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে একজন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। গত মধ্য এপ্রিল থেকে দুই মাসের অধিক সময় করোনা ওয়ার্ড রোগী শূন্য থাকার পর গত ১৯ জুন ফের প্রথম একজন রোগী ভর্তি হয় করোনা ওয়ার্ডে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img