শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

প্রায় সাড়ে ছয় কোটি টাকার ত্রাণ বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

বন্যার্তদের মাঝে প্রায় সাড়ে ছয় কোটি টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আসসুন্নাহ ফাউন্ডেশন। এর আগে বন্যাদুর্গত অঞ্চলগুলোতে ৭০০ টন ত্রাণ দেওয়ার ঘোষণা দিলেও সংস্থাটি ইতোমধ্যে বিতরণ সম্পন্ন করেছে ১০০০ টন।

সোমবার (২৭ জুন) আসসুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেইজে ত্রাণ সামগ্রীর বিবরণ ও খরচের বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে উল্লেখ করা হয়, মোট ত্রাণ সামগ্রী ১০৩২.৩২৮ টন, যেগুলো কিনতে খরচ হয়েছে ৬ কেটি ৪৫ লাখ ৯৫ হাজার ২ শত ৪৮ টাকা।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, খেজুর, লবণ, হলুদ-মরিচ, ছাতু, গুড়ো দুধ, চিড়া, ভূসি, মোমবাতি, এন্টিসেপ্টিক সাবান ইত্যাদি।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ বলেন, বাজারের তুলনামূলক ভালো জিনিসটা আমরা যথাসাধ্য কম দামে কেনার চেষ্টা করেছি। নষ্ট হওয়ার আশংকা থেকে দ্রুত পঁচনশীল কোনো কিছু দেওয়া হয়নি। চালটা সবচেয়ে প্রয়োজনীয় হওয়ায় চাল বেশি করে বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, খুব বেশি উল্লেখযোগ্য কোন বড় ফিগারের দান আমাদের জানা মতে তহবিলে জমা হয়নি। আপামর সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র দানেই গড়ে উঠেছে বিলিয়ন টাকার তহবিল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img