বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

জ্বালানি চুক্তিতে সই করতে যাচ্ছে গ্রিস-সৌদি

নবায়নযোগ্য জ্বালানির চুক্তি সই করতে যাচ্ছে গ্রিস ও সৌদি আরব। রাজধানী এথেন্সে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

মঙ্গলবার (২৬ জুলাই) গতকাল গ্রিস সফরে যান সৌদি প্রিন্স।

সৌদি প্রিন্স সালমান বলেন, আমরা গ্রিসের মাধ্যমে গ্রিস ও দক্ষিণ-পশ্চিম ইউরোপকে সস্তায় নবায়নযোগ্য জ্বালানি সরবরাহ করতে পারি। সে বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই হতে পারে।

এদিকে, গ্রিসের এক কূটনৈতিক সূত্র রয়টার্সকে জানিয়েছে যে, জ্বালানি ও সামরিক ক্ষেত্রে অন্যান্য চুক্তির সঙ্গে সমুদ্রের তলদেশে ক্যাবল সংযোগেরও একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img