শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

হামজা শাহবাজকে অপসারণ করে পারভেজ ইলাহিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করল আদালত

উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পরও আইনসভার ডেপুটি স্পিকারের বিতর্কিত রায়ে শুক্রবার (২২ জুলাই) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্ষমতা গ্রহণ করতে পারেনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ।

পাঞ্জাব বিধানসভার ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারী এক বিতর্কিত রুলিং-এর ফলে উজিরে আলা পদ দখল করেন পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর প্রাথী হামজা শাহবাজ। শনিবার (২৩ জুলাই) শপথও গ্রহণ করেছিলেন তিনি। তবে এবার পাঞ্জাব বিধানসভার ডেপুটি স্পিকারের সেই রুলিং-কে অবৈধ ঘোষণা করলেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার (২৬ জুলাই) পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতাবন্দিয়াল, বিচারপতি ইজাজ-উল-আহসান এবং বিচারপতি মুনিব আখতারকে নিয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করে।

এসময় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনীত প্রার্থী মুসলিম লীগ (কিউ) নেতা চৌধুরী পারভেজ ইলাহিকে পাঞ্জাব প্রদেশের উজিরে আলা ঘোষণা করা হয়।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টার মধ্যে চৌধুরী পারভেজ ইলাহির শপথ গ্রহণের ব্যবস্থা করার জন্য পাঞ্জাবের গভর্নরকে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। প্রয়োজনে পাকিস্তান প্রেসিডেন্ট আরিফ আলভিকে হস্তক্ষেপ করার পরামর্শ দেন দেশটির উচ্চ আদালত।

সূত্র: জিও নিউজ
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img