বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

মধ্যপ্রাচ্যে সামরিক জোট গঠনের চেষ্টা ইসরাইলের; সতর্ক করল হামাস

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে কিছু আরব দেশের সম্পর্ক স্থাপনকে অত্যন্ত বিপজ্জনক তৎপরতা হিসেবে আখ্যায়িত করে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, দখলদার ইসরাইলকে মোকাবিলা করার একমাত্র উপায় পরিপূর্ণ প্রতিরোধ আন্দোলন।

গতকাল শনিবার (২৫ জুন) লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠিত ন্যাশনাল ইসলামিক কনফারেন্সে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসমাইল হানিয়া বলেন, মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক। ইরান, হিজবুল্লাহ ও হামাসকে মোকাবিলা করার জন্য সামরিক জোটের মাধ্যমে ইসরাইলকে মধ্যপ্রাচ্যে একভূত করার চেষ্টা চলছে।

তিনি মুসলিম বিশ্বের শত্রু ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করে প্রতিরোধ ফ্রন্টকে সহযোগিতা করার জন্য আঞ্চলিক আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী বেনি গানতেজ আমেরিকার নেতৃত্বে ইসরাইল ও তার আরব বন্ধুদের নিয়ে একটি সামরিক জোট গঠনের প্রস্তাব দেওয়ার পর ইসমাইল হানিয়া এ বক্তব্য দিলেন।

গত মঙ্গলবার (২১ জুন) গানতেজ এক বক্তব্যে মিশর ও জর্দানের পাশাপাশি পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের সঙ্গে তেল আবিবের সামরিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, এই সহযোগিতা শক্তিশালী করার জোর চেষ্টা চলছে।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img