বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

২৫ বছর মেয়াদি গ্যাস চুক্তির লক্ষ্যে আলোচনা করছে ইরান ও তুরস্ক

ইরান ও তুরস্কের গ্যাস চুক্তি আরও ২৫ বছরের জন্য নবায়নের লক্ষ্যে দুই দেশ আলোচনা শুরু করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাম্প্রতিক ইরান সফরের সময়ই এ বিষয়ে সমঝোতা হয়েছে। এখন চুক্তি নবায়নের নানা দিক নিয়ে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় আলোচনা চলছে।

তুরস্ক ও ইরানের মধ্যে বর্তমানে যে গ্যাস চুক্তি রয়েছে তা আগামী ২০২৬ সালে শেষ হবে। নতুন চুক্তি হলে ইরান থেকে তুরস্কে গ্যাস রপ্তানি ২০২৬ সালের পর আরও ২৫ বছর অব্যাহত থাকবে।

এরইমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরান থেকে গ্যাস রপ্তানি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। এর ফলে নতুন চুক্তিতে ইরান থেকে গ্যাস রপ্তানির পরিমাণ বৃদ্ধির বিষয়টি সংযুক্ত হতে পারে। গ্যাসের দামেও পরিবর্তন আসতে পারে।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img