শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

মিশরে ভ্রমণকারী ইহুদিবাদী ট্যুরিস্টদের সশস্ত্র নিরাপত্তার ইসরাইলী আবেদনে কায়রোর অসম্মতি

মিশরে ভ্রমণকারী ইহুদিবাদী ট্যুরিস্টদের সশস্ত্র নিরাপত্তা দানে অবৈধ রাষ্ট্র ইসরাইলের আবেদনে নিজেদের অসম্মতির কথা জানিয়ে দিয়েছে কায়রো।

বৃহস্পতিবার (২৪ জুন) কায়রোর অসম্মতিতে মিশরীয় ভূখণ্ডে নিজ নাগরিকদের সশস্ত্র নিরাপত্তা প্রদানের চুক্তি ভেস্তে যায় তেলআবিবের।

বহু সুপ্রাচীন ইতিহাসের সাক্ষী ও ঐতিহ্য সম্বলিত মিশর বিশ্বের সকল পর্যটকদেরই আকর্ষণ করে থাকে।

তবে তেলে আবিব চায়ছিলো মিশরে নিজ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব ইসরাইলী সশস্ত্র নিরাপত্তা ব্যবস্থা। এজন্য তারা দেশটিতে ইসরাইলী পর্যটকদের জনপ্রিয় পর্যটন গন্তব্য শার্ম আল শেখ সিটির সাথে তেলে আবিবের সরাসরি বিমান চলাচল পুনরায় সচল করার প্রস্তাবও দিয়েছিলো।

গত মঙ্গলবার এবিষয়ে বৈঠকের জন্য ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একটি নিরাপত্তা প্রতিনিধি দল মিশরের ওই ট্যুরিস্ট সিটিতে গিয়ে পৌঁছে এবং ঐতিহাসিক সিনাই উপদ্বীপ যেখানে শার্ম আল শেখ সিটি অবস্থিত তার সাথে তেলে আবিবের পুনরায় সরাসরি ফ্লাইট সচলের ব্যাপারে কায়রো প্রতিনিধিদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করে।

জানা যায়, ইসরাইলী পর্যটকবাহী মিশরের শার্ম আল শেখ সিটিগামী সরাসরি ফ্লাইটটি পুনরায় সচল হলে ফ্লাইট ও রিসোর্টগুলো নিরাপদ করার পাশাপাশি তাদের নিরাপত্তা প্রদানে খোদ অবৈধ রাষ্ট্রটির সশস্ত্র নিরাপত্তা রক্ষীরা মিশরের ভূখণ্ডে অবস্থান করতো।

এবিষয়ে তারা বিভিন্ন ধারা ও শর্ত সম্বলিত একটি চুক্তিপত্রও প্রস্তুত করেছিলো। তবে কায়রোর অসম্মতিতে সবকিছুই ভেস্তে গিয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, ১৯৬৭ সনে সংঘটিত ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধ ও ১৯৭৩ এর অক্টোবরের মিশর-ইসরাইল যুদ্ধের অন্যতম লক্ষ্যবস্তু ছিলো মিশরের এই ঐতিহাসিক সিনাই উপদ্বীপ।

আরব-ইসরাইল যুদ্ধ ও শান্তিচুক্তি পরবর্তী মিশরই ছিলো সর্বপ্রথম কোনো আরব দেশ যারা আরব উপদ্বীপে ইসরাইলের কাছে নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব খুইয়ে আবার তা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলো।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img