বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ওমর ফারুক ত্রিপুরার হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি হেফাজতের

বান্দরবানে নও মুসলিম ইমাম ওমর ফারুক হত্যার ঘটনায় সুস্থ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ (২৬ জুন) এক বিবৃতিতে হেফাজতে মহাসচিব আল্লামা নুরুল ইসলাম বলেন, বান্দরবানে নও মুসলিম ইমাম ওমর ফারুক ত্রিপুরাকে নির্মমভাবে হত্যা করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। শুধু মাত্র ইসলাম গ্রহণ করার কারণে তাকে হত্যা করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ইসলাম গ্রহণের কারণে একজন ইমামকে এভাবে নির্মমভাবে হত্যার শিকার হতে হওয়া পুরো দেশ ও জাতির জন্য লজ্জাজনক।

আল্লামা নুরুল ইসলাম বলেন, পাহাড়ে যুগ যুগ ধরে খ্রিস্টান মিশনারিগুলো সহজ সরল পাহাড়ি উপজাতিদের ধর্মান্তরিত করে আসছে। তাদের প্রভাবে পাহাড়ে অসংখ্য মানুষ খ্রিস্টান হয়ে গেছে। এ নিয়ে কোনও মাথাব্যথা নেই। অন্যদিকে কিছু পাহাড়ি মানুষ যখন বুঝে শুনে ইসলামের ছায়াতলে আসে, তখনই পাহাড়ি সন্ত্রাসীরা তাদের ওপর জুলুম নির্যাতন চালায়।

তিনি বলেন, এই পাহাড়ি সন্ত্রাসীরা শুধু যে ইসলাম ও মুসলমানদের শত্রু তা নয়, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। সরকার থেকে বারবার বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার পরেও তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে। তাদের দৌরাত্ত বন্ধ না করতে পারলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য ভয়ঙ্কর হুমকির কারণ হয়ে উঠবে।

হেফাজত মহাসচব বলেন, দেশের কথিত বুদ্ধিজীবীরা পাহাড়িদের জন্য সারা বছর মায়া কান্না দেখায়। কিন্তু একজন পাহাড়ি নও মুসলিম ইমামকে নির্মমভাবে হত্যার পরেও এসব বুদ্ধিজীবীরা চুপচাপ বসে আছে। তারদের মুখে এখন আর মানবাধিকারের শ্লোগান নেই। তার মানে কি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ইসলাম গ্রহণ করায় ওমর ফারুক ত্রিপুরার মানবাধিকার থাকতে নেই?

আল্লামা নুরুল ইসলাম বলেম, আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো, অবিলম্বে ইমাম ওমর ফারুকের হত্যাকারীদের খুঁজে বের করুন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যেনো আগামীতে কোনো ওমর ফারুককে শুধু মাত্র ইসলাম গ্রহণের কারণে হত্যার শিকার হতে না হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img