বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৩৯ লাখ ছাড়াল

করোনার দাপুটে প্রভাব যেন কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু ৩৯ লাখ ছাড়িয়েছে। এই ভাইরাসে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ কোটি।

বুধবার (২৩ জুন) আরও ৮ হাজারের বেশি প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস।

দৈনিক প্রাণহানি আর সংক্রমণের শীর্ষে এখনও ব্রাজিল। দেশটিতে ২ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে বুধবার। ১ লাখ ১৪ হাজারের বেশি নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে। আরেক লাতিন দেশ আর্জেন্টিনায় ২৪ ঘণ্টায় প্রাণহানি ৭শ’য়ের ওপর।

এদিকে কলম্বিয়ায় মৃত্যু হয়েছে সাড়ে ৬শ’র মতো মানুষের। এদিন করোনায় সাড়ে ৫শ’ প্রাণহানি দেখেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩ শতাধিক।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৪ লাখ ১৮ হাজারের কাছাকাছি নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে। বিশ্বজুড়ে মোট আক্রান্ত ১৮ কোটি ৩ লাখ ৩৮ হাজার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img