শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন শফিউদ্দিন আহমেদ

নবনিযুক্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এসময় তাকে জেনারেল র‍্যাংক ব্যাজ পরানো হয়।

শফিউদ্দিন আহমেদকে ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহীন ইকবাল ও বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। সে সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দায়িত্বভার গ্রহণ করে নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, জনগণ ও সেনাবাহিনীর মধ্যে আগামীতে কোনো দূরত্ব থাকবে না। নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে যোগ্য করে পরিচালিত করতে সবার সহযোগিতা চাই।

এর আগে গত ১০ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img