শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বিকল্প কর্মসংস্থান না করে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করা চরম অমানবিক: খেলাফত মজলিস

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার নামে সরকার গত সোমবার থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা ও ভ্যান চলাচল বন্ধ করে দিয়েছে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে সরকারি এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (২৪ জুন) সংবাদ মাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর ও ভারপ্রাপ্ত মহাসচিব এর তীব্র প্রতিবাদ জানান।

বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, গ্রামে-গঞ্জে অনেক সাধারণ মানুষ এই ব্যাটারি চালিত অটোরিক্সা ও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। এমনকি পঙ্গু ও দুর্বল ব্যক্তিরাও জীবিকা নির্বাহ করতে পারছে। কিন্তু সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার নামে সরকার হঠাৎ করেই এসব যান চলাচল বন্ধ করে দেওয়াতে কয়েক লক্ষ লোক বেকার হওয়ার উপক্রম হয়েছে। করোনাকালীন অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে তা বড় ধরণের সংকট হয়ে দেখা দিবে। এই ব্যাটারি আমদানি ও চলাচলের লাইসেন্স তো এই সরকারই দিয়েছে। তাহলে কেন তা আবার নিষিদ্ধ করা হয়েছে?

বিবৃতিতে নেতৃবৃন্দ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ব্যাটারি চালিত এসব অটোরিক্সা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি সড়ক দূর্ঘটনা কমাতে ট্রাফিক ব্যবস্থা জোরদার করারও দাবি জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img