শনিবার, এপ্রিল ২০, ২০২৪

কলকাতায় প্রজেক্টরের মাধ্যমে সরাসরি দেখানো হবে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান

আগামীকাল পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান। কলকাতায় প্রজেক্টরের মাধ্যমে সরাসরি দেখানো হবে এ অনুষ্ঠানটি।

বিষয়টি নিশ্চিত করে মোবাইল ফোনে মিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন জানান, মিশনের তরফে কলকাতা পুরসভার কাছে কয়েকটি বিলবোর্ড ব্যাবহার করার অনুমতি চাওয়া হয়। সেক্ষেত্রে মিশনের তরফে নির্দিষ্ট ভাবে কলকাতার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং’এর স্থানটি উল্লেখ করা হয়েছিল। এরপরই পুরসভার তরফে মোট ৮ টি জায়গায় বিলবোর্ড ব্যাবহারের অনুমতি দেওয়া হয়।

শনিবার কলকাতার স্থানীয় সময় সকাল ৯ টা থেকে মিশনের বাংলাদেশ গ্যালারিতে প্রজেক্টরের মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।

রঞ্জন সেন আরও জানান আমাদের তরফে বিলবোর্ডের বিষয়বস্তুটি পুরসভার কাছে পাঠিয়ে দেওয়া হয়। বাকি কাজ পৌরসভার তরফেই করা হয়। পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তরফে আমাকে জানানো হয়েছে শহরজুড়ে ৫ টি ডিজিটাল ও ৩ টি অ্যানালগ বিলবোর্ড লাগানো হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img