শনিবার, জানুয়ারি ১১, ২০২৫

রাজনৈতিক পরিচয় দিয়ে অপরাধ এড়ানো যাবে না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারী নির্যাতনকারীর যে পরিচয়ই থাকুক না কেন, তাকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। কেউ যদি তার বিশেষ রাজনৈতিক পরিচয়, গোষ্ঠীগত পরিচয় বা অন্য কোনো পরিচয়ে নারী নির্যাতন বা কোনো ধরনের অপরাধের দায় থেকে মুক্তি পাবার চেষ্টা করে, সেটি শেখ হাসিনার সরকার কখনোই হতে দেবে না। কারণ, যে অপরাধ করে সে অপরাধীই। আমরা সবাই যেন সেটি মনে রাখি।

আজ রোববার (২৪ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) উত্তরা ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যুৎ নিয়ে অপপ্রচার আছে, সেগুলোতে কেউ কান দেবেন না। আমাদের সাশ্রয়ী হতে হবে, যাতে সামনে কঠিন দিন এলেও সমস্যায় না পড়ি। অর্থনৈতিকভাবে আমরা এখনও স্বস্তিপূর্ণ জায়গায় আছি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা ভালোভাবে করোনা মোকাবেলা করতে পেরেছি, উন্নত অনেক দেশই যা পারেনি। ইউরোপে যুদ্ধের কারণে বিশ্বে মন্দা পরিস্থিতি লক্ষ করা যাচ্ছে। জ্বালানি তেলের দাম বেড়েছে। এজন্য প্রধানমন্ত্রী যখন আমাদের সাশ্রয়ী হতে বললেন, সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। এজন্য আমরা সজাগ থাকব, কেউ যাতে মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিভ্রান্ত করতে না পারে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img