শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনসহ ৩৬টি ওয়েবসাইট ব্লক করলো আমেরিকা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ‘প্রেস টিভি’ সহ প্রায় ৩৬টি ওয়েবসাইট ব্লক করে দিয়েছে আমেরিকা ।

একই সঙ্গে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি চ্যানেলের ওয়েবসাইটও জব্দ করেছে মার্কিন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ জুন) সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইটে আপলোড করা একটি বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA এর দাবি, মঙ্গলবার পূর্বঘোষিত নোটিশ ছাড়াই এসব ওয়েবসাইট বন্ধ করে দেয় মার্কিন প্রশাসন। এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্র।

এর মধ্যে, ইরানের বহুল প্রচারিত, আল-আলম টিভিসহ ইয়েমেনি হুতি নিয়ন্ত্রিত আল-মাশিরাহ টিভিও রয়েছে।

এক মার্কিন কর্মকর্তা জানান, মূলত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়ানোর দায়েই এসব ওয়েবসাইট বন্ধ করা হয়েছে।

এর আগে গেলো বছর প্রায়, একই কারণে ইরানের ৯২টি ওয়েবসাইট বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img