শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে সরকার: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, হঠাৎ বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা ঘরবাড়ি ফেলে এসেছেন পুলিশ তাদের নজর রাখবে। বন্যা মোকাবেলায় প্রশাসন, পুলিশ একসঙ্গে কাজ করছে।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বন্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে পুলিশ ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনে সরকার কাজ করছে।

এর আগে তিনি তাহিরপুর বাঁধঘাট স্কুল মাঠে হেলিকপ্টার যোগে অবতরণ করেন। সেখানে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে বন্যাকবলিত কয়েকটি গ্রাম পরিদর্শন করেন।

এসময় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহাম্মেদ ও পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img