শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আসামে বন্যায় নিহত বেড়ে ১০০

ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে চার শিশুসহ আরও ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের বন্যা ও ভূমিধসে আসামে নিহতের সংখ্যা বেড়ে ১০০ হয়েছে।

ভয়াবহ বন্যায় আসামের ৩২ জেলার প্রায় ৫৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে জেলা প্রশাসন ৮৪৫টি ত্রাণ শিবির এবং ১০২৫টি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করেছে। ত্রাণ শিবিরগুলোতে এরই মধ্যে প্রায় তিন লাখ মানুষ আশ্রয় নিয়েছে।

জানা গেছে—আসামের বাজালি, বাকসা, বারপেটা, বিশ্বনাথ, বোঙ্গাইগাঁও, কাছাড়, চিরাং, দররাং, ধেমাজি, ধুবরি, ডিব্রুগড়, ডিমা-হাসাও, গোয়ালপাড়া, গোলাঘাট, হাইলাকান্দি, হোজাই, কামরুপ, কামরুপ মেট্রোপলিটন, কার্বি আংলং পশ্চিম, করিমগঞ্জ, কোকরাঝাড়, লখিমপুর, মাজুলি, মরিগাঁও, নগাঁও, নলবাড়ি, শিবসাগর, সোনিতপুর, দক্ষিণ সালমারা, তামুলপুর, তিনসুকিয়া এবং উদালগুড়ি জেলাগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img