শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ভূমিকম্প; নিহত ২৫০

আফগানিস্তানে পাকতিকা প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত এবং বহু সংখ্যক আহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।

বুধবার (২২ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত ২টার দিকে দেশটিতে এ ভূকম্পন আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত ২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

জানা যায়, ইতোমধ্যে আফগান সরকারের নির্দেশে উদ্ধারকারী দল হেলিকপ্টারযোগে পাকতিকা প্রদেশে পৌঁছেছে।

সূত্র: বিসিসি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img