বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

৭০০ টন ত্রাণ বিতরণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

সিলেট, নেত্রকোনা ও সুনামগঞ্জে বন্যাকবলিত মানুষদের মাঝে ৭০০ মেট্রিক টন ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে আসসুন্নাহ ফাউন্ডেশন।

৩০০ টন চাল, ৮০ টন খেজুর, ৬০ টন ডাল, ৬০ হাজার লিটার সয়াবিন তেল, ৬০ টন লবন, ৪০ হাজার প্যাকেট হলুদ-মরিচ, ৪ টন ছাতু, ১ টন শিশুখাদ্য (গুড়ো দুধ), ২০ টন চিড়া, ৪০ হাজার লিটার পানি, ১৩.৫ টন ভূসি, ১০ হাজার মোমবাতি, ১০ হাজার পিস এন্টিসেপ্টিক সাবান ১৮ হাজার মেডিসিন ইতোমধ্যে কেনা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ।

বুধবার (২২ জুন) ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ তার ফেইসবুক পেইজে এই ঘোষণা দেন।

শায়েখ আহমদুল্লাহ বলেন, আজ রাতে সেনাবাহিনীর কাছে প্রস্তুতকৃত ১০০ মেট্রিক টন ত্রাণ হস্তান্তর করা হবে। আরও ১০০ মেট্রিক টন আজকে রাতের মধ্যেই প্রস্তুত করা হবে বন্যার্তদের মাঝে বিতরণের জন্য।
এভাবে পর্যায়ক্রমে মোট ৭০০ টন ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। অবশিষ্ট মালামাল প্যাকেট করা হবে কাল ও পরশু। সেগুলো প্রস্তুতের জন্য কয়েক’শ স্বেচ্ছাসেবী প্রয়োজন হবে আমাদের।

এসময় তিনি বলেন, প্রতিটা ফ্যামিলির জন্য একটি করে প্যাকেজ তৈরি করা হয়েছে। প্যাকেজগুলোর মধ্যে থাকছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন/সরিষা তেল, ১ কেজি খেজুর, ১ কেজি ছাতু, ১ কেজি লবণ ও একটি করে এন্টিসেপ্টিক সাবান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img