বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

কলরবের আয়োজনে আইনুদ্দীন আল আজাদ ও মাহফুজুল আলমের স্বরণসভা অনুষ্ঠিত

সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রতিষ্ঠাতা পরিচালক আইনুদ্দীন আল আজাদ ও তরুণ শিল্পী মাহফুজুল আলমের স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২২ জুলাই) বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, মরহুম আইনুদ্দীন আল আজাদ (রহ.) আমার সহকর্মী ছিলেন। আমরা এক সাথে বিভিন্ন স্বপ্ন দেখেছি। তিনি কেবলই একজন সাংস্কৃতিক বিপ্লবীই ছিলেন না বরং তিনি ইসলাম বিজয়ের স্বপ্ন দেখতেন। বাংলাদেশে ইসলাম ও ইসলামি আন্দোলন নিয়ে সর্বদাই ভাবতেন। তার কলরব প্রতিষ্ঠাও ছিলো ইসলামকে এগিয়ে নেয়ার জন্য। তাই তিনি কলরবের সংশ্লিষ্ট সবাইকে সাংস্কৃতিক কার্যক্রমের সাথে সাথে ইসলাম প্রতিষ্ঠার বিপ্লবে যথাসম্ভব সম্পৃক্ত থাকার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জাগ্রত কবি মুহিব খান বলেন, মরহুম আইনুদ্দীন আল আজাদ (রহ.) ছিলেন একটি বিপ্লবের পদধ্বনী। তিনি কলরব প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী সংস্কৃতির একটি বিপ্লব ঘটিয়েছেন। তিনি আমার জীবনের অংশ ছিলেন বলা যায়। তিনি ছিলেন এ দেশের ইসলামী সংস্কৃতির মহিরূহ।

মুহিব খান বলেন, মাহফুজ আলম খুব ছোট বয়সেই এবং জীবনের অল্প সময়েই ইসলামী সংস্কৃতিতে অনেক বড় ভূমিকা রেখে গেছেন। বিশেষ করে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে তিনি ব্যাপক ভূমিকা রেখে গেছেন। তার অভাব পূরণ হবার নয় কখনও। তাকে হারিয়ে আমরা অবশ্যই অনেক বেশি ক্ষতিগ্রস্থ হয়েছি। কলরবের এগিয়ে যাওয়ায় তার ভূমিকা ছিলো অপরিসীম। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাত দান করেন।

সভাপতির বক্তব্যে কলরবের প্রধান পরিচালক রশিদ আহমাদ ফেরদৌস বলেন, আইনুদ্দিন আল আজাদের সাথে ঢাকায় আসার পর থেকেই আমার যোগাযোগ এবং সম্পর্ক। কলরব তাঁর দেখানো পথে সাংস্কৃতিক বিপ্লবে এগিয়ে যাবে।

তিনি বলেন, মাহফুজ আলম আমাদের জন্য অনেক বড় অর্জন ছিলো। তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তায়ালা তাকে মাগফিরাত দান করুক।

স্মরণসভায় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কলরবের পরিচালক শাহ্ ইফতেখার তারিক, নির্বাহী পরিচালক মুফতী সাঈদ আহমাদ, যুগ্ম নির্বাহী পরিচালক মুহাম্মাদ বদরুজ্জামান ও তরুণ আলেম ও লেখক মুফতী রেজাউল করীম আবরার।

উপস্থিত ছিলেন কলরবের শিল্পী আবু রায়হান, উপস্থাপক ইয়াসিন হায়দার, ওমর আবদুল্লাহ, হুসাইন আদনান, তাওহিদ জামিল, সালমান সাদী, ইলিয়াস আমিন ও আবির হাসান প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img