বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ফুটেজ দেখে নোয়াখালীতে আরও ৩ জনকে গ্রেফতার

কুরআন অবমাননাকে কেন্দ্র করে নোয়াখালীর চৌমুহনী বাজার মন্দির হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে জেলায় দুর্গাপূজায় সহিংসতার ঘটনায় এ পর্যন্ত মোট ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) এ খবর নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মাদ শহীদুল ইসলাম।

তিনি বলেন, চৌমুহনীর পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার ১৬ নং কাদিরপুর ইউনিয়নের আব্দুল মালেক পাটোয়ারীর ছেলে মো. ইলিয়াস (৩৫), ৭নং একলাশপুর ইউনিয়নের আবুল বাসারের ছেলে মো. মিজানুর রহমান (৩০) ও একই ইউনিয়নের মৃত আবদুল মমিনের ছেলে খলিলুর রহমান (৫৫)। খলিলুর রহমান মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img