বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

ইসলামী মূল্যবোধ ও শান্তি-সম্প্রীতি রক্ষায় ভূমিকা অব্যাহত রাখতে হবে: নেজামে ইসলাম পার্টি

ইনসাফ | মাহবুবুল মান্নান


বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমীর অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী বলেছেন, প্রতিষ্ঠাকাল থেকে ঐতিহ্যবাহী এ ইসলামী রাজনৈতিক দল ইসলামী নেজাম প্রতিষ্ঠার সংগ্রাম, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষাসহ জনকল্যাণমুখী বিভিন্ন ইস্যুতে কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এরই ধারাবাহিকতায় ইসলামী তাহযীব-তামাদ্দুন ও শান্তি-সম্প্রীতি সুরক্ষায় পার্টির নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করে যেতে হবে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর), বিকাল ৩ টায় নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা সরওয়ার কামাল আজিজী বলেন, নেজামে ইসলাম পার্টি সারাদেশে নতুন উদ্যমে সাংগঠনিক কর্মধারাকে বেগবান করার মধ্যদিয়ে সে পথেই এগুচ্ছে। এরই আলোকে খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ.সহ বহু শীর্ষ নেতা ও ওলামা-মাশায়েখের জন্মভূমি কক্সবাজারের প্রতিটি জনপদে পার্টির কর্মতৎপরতা আরও বেগবান করতে হবে।

নেজামে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হক।

নীতিনির্ধারণী এ সভায় বক্তব্য রাখেন, জেলার সিনিয়র নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, কক্সবাজার শহর আমীর মাওলানা খালেদ সাইফী, জেলা কৃষি বিষয়ক সম্পাদক হাফেজ সালেম, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সাবেক জেলা সহ-সভাপতি মাওলানা মুফতি ইউছুফ মক্কী, জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ শওকত আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ বলেন, প্রাচীনতম এ সংগঠনের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত, স্বকিয়তায় উদ্ভাসিত বর্তমান ও আলোকিত ভবিষ্যতের অপার সম্ভাবনা। নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যেতে পারলে অনতিবিলম্বে নেজামে ইসলাম পার্টির হারানো গৌরব ও ঐতিহ্য পুনরুদ্ধার হবে ইনশা আল্লাহ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img