শনিবার, এপ্রিল ২০, ২০২৪

নেপালে ভারি বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধস; নিহত বেড়ে ৭৭

ভারি বর্ষণে আকস্মিক বন্যা এবং ভূমিধসে নেপালে নিহতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন।

বুধবার (২১ অক্টোবর) নতুন করে আরও ৩৪ জনের লাশ উদ্ধারের পর দেশটির কর্তৃপক্ষ প্রাণহানির এই তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, তিনদিনের প্রবল বৃষ্টিপাতে আকস্মিক এ বন্যা দেখা দেয় হিমালয়ের পশ্চিমাঞ্চলে। এতে বেশ কিছু এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বলেছেন, নেপালে এখনো অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। আমরা হতাহতের তথ্য-উপাত্ত এখনো সংগ্রহ করছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

জানা গেছে, ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ফসলি জমি ও বন্যায় বহু ঘরবাড়ি ও গবাদি পশু পানির তোড়ে ভেসে গেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img