শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মুফতী আব্দুল হালিম বোখারীর ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ

চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার মুহতামিম ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব মুফতী আবদুল হালিম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে খেলাফত মজলিস।

আজ মঙ্গলবার (২১ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মুফতি আবদুল হালিম বোখারী (রহ:) ছিলেন দেশের একজন প্রথিতযশা আলেমে দ্বীন। মাদ্রাসা শিক্ষার উভয় ধারায় তিনি সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। সাধারণ শিক্ষাব্যবস্থায়ও তিনি ডিগ্রীপ্রাপ্ত হন। ইলমে হাদীস ও ফিকাহ শাস্ত্রের উপর তিনি গভীর জ্ঞান রাখতেন এবং যুগ সমস্যার উপযোগী সমাধান দিতে পারতেন। তিনি ওলামায়ে কেরামের উল্লেখযোগ্য অংশের দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন মহান ব্যক্তিকে হারালো। তার অনুপস্থিতি ইলমে দ্বীনের অঙ্গনে বিশাল শূন্যতা সৃষ্টি করবে। মহান আল্লাহ আমাদের এই শূন্যতা দ্রুত পূরণ করে দিন।

নেতৃদ্বয় বলেন আরও বলেন, খেলাফত মজলিস নেতৃদ্বয় মুফতি আবদুল হালিম বোখারী (রহ:)-এর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জান্নাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img