শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

পদ্মা সেতুর দুই পাড়ে থানা; উদ্বোধন হবে আজ

পদ্মা সেতুর নিরাপত্তা এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের আইনি সহায়তার জন্য দুই পাড়ে দুটি থানা চালু হচ্ছে।

আজ মঙ্গলবার (২১ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দুই থানার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সেতুর মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় মেদিনীমণ্ডল ও কুমারভোগ ইউনিয়ন নিয়ে ‘পদ্মা সেতু উত্তর থানা’ এবং শরীয়তপুরের জাজিরা প্রান্তে পূর্ব ও পশ্চিম নাওডোবা ইউনিয়ন নিয়ে হচ্ছে ‘পদ্মা সেতু দক্ষিণ থানা।’ নতুন এ দুই থানা নিয়ে সারাদেশে মোট থানার সংখ্যা হল ৬৬৪টি। সেতুর পাড় ঘেঁষে দুই থানার চারতলা ভবন নির্মাণ করা হয়েছে।

জানা গেছে, প্রতিটি থানায় একজন সহকারী পুলিশ সুপারসহ ৪০ জন করে পুলিশ সদস্য থাকবেন। ২৫ জুন আনুষ্ঠানিকভাবে সেতু উদ্বোধনের পর ২৬ জুন থেকে সেতু দিয়ে দিনরাত ২৪ ঘণ্টা যানবাহন চলাচল করবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img