বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

আদালতে নেওয়া হচ্ছে পি কে হালদারকে

সাড়ে তিন হাজার কোটির বেশি টাকা আত্মসাৎ করে ভারতে পালিয়ে যাওয়া পি কে হালদারকে আজ মঙ্গলবার ফের পশ্চিমবঙ্গের কলকাতার নগর ও দায়রা আদালতে তোলা হচ্ছে।

১৪ দিনের জেলহাজতের (জুডিশিয়াল কাস্টডি) মেয়াদ শেষেই পি কে হালদারকে আদালতে নেওয়া হবে। শেষবার গত ৭ জুন পি কে হালদারসহ তাঁর পাঁচ সহযোগীকে আদালতে তোলা হয়।

সোমবার (২০ জুন) ভারতের আর্থিক দুর্নীতি–সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইনজীবী অরিজিৎ চক্রবর্তী।

তিনি জানান, মঙ্গলবার দিনের প্রথমার্ধেই কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালতে তাঁদের তোলা হবে। সেক্ষেত্রে আদালতের কাছে অভিযুক্ত ব্যক্তিদের ফের ১৪ দিনের জন্য জেল হেফাজতের আবেদন জানাবে ইডি।

সূত্র জানায়, এ মামলায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও কিছু নতুন তথ্য পেতে চাইছে ইডির কর্মকর্তারা। আর সে লক্ষ্যে কারাগারে গিয়ে যাতে তাঁদের জেরার পথ খোলা থাকে, সে আবেদনও আদালতের কাছে জানানো হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img