চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার মুহতামিম ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব মুফতী আবদুল হালিম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর।
আজ মঙ্গলবার (২১ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন।
নেতৃদ্বয় বলেন, আল্লামা মুফতী আব্দুল হালিম বোখারীর ইন্তেকালে বাংলাদেশ একজন প্রথিতযশা ব্যক্তিত্ব হারালেন। এক বিশাল শূন্যতা ও বেদনা সৃষ্টি হল জাতির জন্য। যোগ্য মনীষী ও উম্মতের রাহবার ওলামাদের সংকটের এমন নাজুক মুহুর্তে তাঁরও চলে যাওয়া উম্মতে মুসলিমার মাঝে অনেক বড় সমষ্টিগত শূন্যতার পরিধি বৃদ্ধি পেল।
নেতৃদ্বয় আরও বলেন, আল্লামা মুফতী আব্দুল হালিম বোখারী ইসলামের প্রচার-প্রসারে, বিশেষ করে ইলমে হাদিসের খেদমতে পুরো জীবন ওয়াকফ করেছিলেন। তিনি দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবং মানুষকে দ্বীনের পথে নিয়ে আসতে অনেক মেহনত করে গেছেন। আমরা তাঁর আত্মার মাগফেরাত ও জান্নাতে সুউচ্চ মাকাম কামনা করছি।