শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

উত্তরপ্রদেশে আবারো আটক হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী

উত্তর প্রদেশে মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও আটক হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

বুধবার (২০ অক্টোবর) আগ্রায় পুলিশ হেফাজতে মৃত এক দলিতকর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রিয়াঙ্কার গাড়ি বহরকে আটকে দেয় পুলিশ।

বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রিয়াঙ্কাকে আটক করা হয়।

মঙ্গলবার রাতে পুলিশের জেরা চলাকালীন অরুণ বাল্মীকি নামে আগ্রার এক দলিতকর্মীর মৃত্যু হয়। জিজ্ঞাসাবাদ চলাকালীন হঠাতই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানায় পুলিশ। তারপরই তার মৃত্যু হয়। মৃত ওই কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান প্রিয়াঙ্কা। কিন্তু আগ্রার পুলিশ সদস্যরা মাঝরাস্তায় তাকে আটকে দেন।

পুলিশের দাবি, আগ্রার জেলাশাসক আগেই নির্দেশ দিয়ে রেখেছিলেন, ওই এলাকায় কোনো রাজনৈতিক দলের নেতাকে ঢুকতে দিলে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। সেজন্য ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। এমনকি প্রিয়াঙ্কা গান্ধী আগ্রায় ওই পরিবারের সঙ্গে দেখা করার জন্য লিখিত অনুমতিও নেননি। সেকারণেই তাকে আটক করা হয়েছে।

প্রিয়াঙ্কার যুক্তি, পুলিশ হেফাজতে মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন হয় না। যোগীর রাজ্যে কী নাগরিকদের মৌলিক অধিকারও নেই?

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img