শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

সাম্প্রদায়িক হামলায় দলীয় লোকদের নাম এলে আর তদন্ত হয় না: আ স ম রব

সাম্প্রদায়িক হামলার বিষয়ে জাতীয় সমাজতান্ত্রকি দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিশেষ একটি মহল ও গোষ্ঠী তাদের স্বার্থ, উদ্দেশ্য হাসিল এবং ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এগুলো করছে। এটি আর করতে দেওয়া হবে না, এটি চলতে পারে না। বিচার হয় না বলে এ ঘটনাগুলো ঘটছে। কারা এ ঘটনাগুলো করছে। দলীয় লোকজনের নাম এলে আর তদন্ত হয় না।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে ফেনী শহরের ট্রাংক রোড কালিবাড়ি মন্দিরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, সাম্প্রদায়িক হামলার বিষয়টি হিন্দু-মুসলমানের সমস্যা নয়, এটি জাতীয় সমস্যা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার পর থেকে আমরা সাম্প্রদায়িকতাকে কবর দিয়েছিলাম। ১৯৭২ সালের পর থেকে যত ঘটনা ঘটেছে সেগুলোর কোনো বিচার হয়নি। তাদের উদ্দেশ্য হলো এদেরকে তাড়িয়ে দিয়ে জায়গাগুলো দখল করা।

তিনি বলেন, সাম্প্রদায়িকতা ৭১ সালের কবর দেওয়া হয়েছে। এটি সাম্প্রদায়িক ঘটনা নয়। দলীয় স্বার্থ, মানুষের স্বার্থ এবং মানুষের দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এ ঘটনা ঘটেছে। ’৭১ সালে যেভাবে দেশ স্বাধীন হয়েছে ঠিক সেইভাবে আবার জাতি-ধর্ম-বর্ণ সবকিছু মিলিয়ে কৃষক, শ্রমিক, জেলে, নাপিত, দোপা, কামার, কুমার, পেশাজীবী, শ্রমজীবী, কর্মজীবী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img