মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

আফগানিস্তান থেকে সোমালিয়া পর্যন্ত সমস্যা সমাধানে সম্পৃক্ত তুর্কীরা: মেভলুদ চাভুশওগলু

সোমালিয়া থেকে আফগানিস্তান পর্যন্ত যেখানেই সংকট দেখা দিয়েছে, তা নিরসনে এগিয়ে গিয়েছে রজব তাইয়েব এরদোগানের নেতৃত্বে ধীরে ধীরে বদলে যেতে থাকা তুরস্ক।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ চাভুশওগলু বলেন, আফগানিস্তান থেকে সোমালিয়া সমস্যা সমাধানে সম্পৃক্ত তুর্কীরা। তুরস্ক বর্তমানে বিশ্বব্যাপী সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ অংশ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজধানী আঙ্কারায় “পাওয়ার এন্ড প্যারাডক্স: একুশ শতকের গ্র্যান্ড স্ট্র্যাটেজি বা মহৎ কৌশল বুঝা” শিরোনামে টিআরটি ওয়ার্ল্ড ফোরাম ২০২১ আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ বলেন, সিরিয়া ও লিবিয়ার মতো সংঘাতপূর্ণ স্থানে তুরস্কের উপস্থিতি কিংবা অবৈধ অভিবাসন ও সন্ত্রাসবাদে লাগাম টেনে কূটনীতির পথ সুগম করতে আঙ্কারা সক্ষম হয়েছে এবং স্থলে স্থিতিশীলতা নিয়ে এসেছে।

আফগান সংকট নিরসনে নিজেদের সম্পৃক্ততার কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, আফগানে শান্তি ফিরিয়ে আনতেও আমরা ভূমিকা রেখেছি এবং দীর্ঘ ২ দশক যাবত জাতীয় সক্ষমতা তৈরিতে কাজ করেছি। বর্তমানে সেখানে আমাদের কূটনৈতিক তৎপরতা ও ক্রমশ তালেবান সম্পৃক্ততা, আমাদের মূল দৃষ্টিভঙ্গি সবার সামনে তুলে ধরতে সহায়তা করছে।

তুর্কী পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আঙ্কারা নিজেদের গ্র্যান্ড স্ট্র্যাটেজিতে স্মার্ট পাওয়ার পলিসি অবলম্বন করছে যা স্থান ও অবস্থা ভেদে নম্র ও কঠোর শক্তির সমন্বিত রূপে আবির্ভূত হচ্ছে।

স্থিতিশীলতা আনয়নের বিকল্প পথগুলো যখন রূদ্ধ হয়ে পড়ে তখনই তুরস্ক কঠোর অবস্থানে গিয়ে শক্তিমত্তা প্রদর্শন করে। যাতে আলাপ-আলোচনা ও কূটনীতির পথ আবার সুগম হয়, উত্তেজনা নিরসন ও
শীতল যুদ্ধের অবসান ঘটে। আর আমাদের জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকে।

দৃষ্টান্ত স্বরূপ তুর্কী পররাষ্ট্রমন্ত্রী চাভুশওগলু এসময় আজারবাইজানে তুরস্কের তৎপরতার কথা তুলে ধরে বলেন, সদ্য দখলমুক্ত হওয়া নাগারনো-কারাবাখে সংঘাত চলাকালীন আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদের ভাইদের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু যেই না সংঘাত শেষ হলো অমনি আমরা আমাদের পরিকল্পনা, দীর্ঘ মেয়াদি শান্তি অর্জনের লক্ষ্যের দিকে আবদ্ধ করেছি।

তাছাড়া পূর্ব-ভূমধ্যসাগরে নেওয়া আমাদের পদক্ষেপ এটা সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য গ্রহণ করা হয়েছে যে, আমাদের সার্বভৌমত্ব ও বৈধ অধিকার কোনো আলোচনা সাপেক্ষ সাধারণ বস্তু নয়।

এজন্যই আমরা আমাদের পররাষ্ট্রনীতিকে উদ্যোমী রূপে পরিচয় করিয়ে দিই। তাছাড়া আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী, প্রতিক্রিয়াশীল পররাষ্ট্র নীতিতে নই।

বক্তৃতায় টিআরটি ওয়ার্ল্ড ফোরাম ২০২১ এর অন্যতম বিষয়বস্তু গ্র্যান্ড স্ট্র্যাটেজির উপর গুরুত্বারোপ করে চাভুশওগলু ক্ষমতা ও সমর শক্তির ভূমিকার কথাও তুলে ধরেন।

ক্ষমতা ও সমর শক্তির ভূমিকাকে অগ্রাহ্যকারীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, অত বোকা সেজে থাকার দরকার নেই। কারণ, শক্তি বা ক্ষমতা প্রাচীন গ্রীক দার্শনিক থুসিডাইডিসের সময় থেকে নিয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু। গ্র্যান্ড স্ট্র্যাটেজির সংজ্ঞায় কঠিন শক্তিমত্তার দিকটি আরো প্রবল হচ্ছে। কেননা নিজ নিজ গ্র্যান্ড স্ট্র্যাটেজি মোতাবেক রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিকগুলো অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও বর্তমানে ক্ষমতা ও সর্বোচ্চ শক্তি ভূমিকা রাখছে। কারণ নির্দিষ্ট মাত্রার শক্তিমত্তা ছাড়া লক্ষ্য অর্জন করা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার।

বিগত ২ দশকে বহু প্রচেষ্টার পর বৃদ্ধি পাওয়া জাতীয় শক্তিমত্তা ছাড়া আঞ্চলিক ত্রাতা হয়ে উঠা এবং আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয়তায় সম্মান আদায় করে নেওয়া, তুরস্কের পক্ষে সম্ভব হতো না। এক্ষেত্রে শক্তিমত্তার প্রয়োজনীয়তা নিয়ে কথা না উঠলেও বিভিন্ন জনের শক্তিমত্তার ধরণ নিয়ে প্রশ্ন হতে পারে। তবে তুরস্কের শক্তিমত্তার সাথে বোঝাপড়া কখনোই কঠোরতায় পরিবর্তিত হয়নি।

তাছাড়া তুর্কীদের পরিচয়, সহযোগিতা, সংহতি ও ন্যায়বিচারে। আর তা আমাদের সভ্যতার অপরিহার্য একটি অংশও বটে। উসমানীয় সুলতানরা শাসনভার সামলেছেন ন্যায়বিচারের মাধ্যমে। ন্যায়বিচার দিয়ে সকল শ্রেণির মানুষের হৃদয় ও মন জয় করে বিশ্বব্যাপী সম্মান অর্জন করে নিয়েছিলেন।

তাই আমাদের দৃষ্টিভঙ্গি হলো, ক্ষমতা কিংবা শক্তিমত্তা হতে হবে মানবতা,বৈধতা ও সহানুভূতির চমৎকার সমন্বত রূপের। সুতরাং আপনি যত বেশি শক্তিশালী হবেন আপনাকে তত বেশি দায়িত্বশীল হতে হবে। তাই আমাদের পররাষ্ট্রনীতিকে আমরা মানবতার নীতি হিসেবেও পরিচয় দিয়ে থাকি। একারণে অতি ধনী রাষ্ট্র না হয়েও আমরা মানবতার স্বার্থে অতি উদার।

সূত্র: ইয়েনি শাফাক

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img