শনিবার, এপ্রিল ২০, ২০২৪

যে কারণে হজ্বের সময় কা‘বার গিলাফ উপরে উঠিয়ে রাখা হয়

প্রতি বছর হজ্বের সময় পবিত্র কা‘বার কিসওয়া তথা গিলাফ ৩ মিটার উপরে উঠিয়ে তা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।

সাধারণত হজ্বের সময় মসজিদে হারামে অস্বাভাবিক ভিড় থাকে। বিশ্বের নানান প্রান্ত থেকে মুসলমানগণ হজ্বের উদ্দেশ্যে মক্কায় আসেন। এসময় তারা বরকতের উদ্দেশ্যে গিলাফ কেটে নিজের কাছে সংরক্ষণ করতে চান। যদিও এর কোনো ভিত্তি নেই।

তাই কিসওয়া তথা গিলাফের হেফাজত এবং কাবার পরিচ্ছন্নতা রক্ষার্থেই এমনটি করা হয়।

দীর্ঘদিন করোনা মহামারীর কারণে হাজ্বীগণ কা‘বা শরীফ স্পর্শ এবং হাজরে আসওয়াদ চুম্বন করতে পারছেন না। এজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে হারামাইন কর্তৃপক্ষ।

এবছর সারাবিশ্বের মোট দশ লক্ষ হাজ্বী পবিত্র হজ্ব পালন করতে পারবেন। বাংলাদেশ থেকে এবার হাজ্বীদের সংখ্যা প্রায় ৫৫ হাজার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img