শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ইউক্রেন শস্য চুক্তি তুরস্কের কূটনৈতিক সাফল্যের ফসল: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তি তুরস্কের কূটনৈতিক সাফল্য। কারণ চুক্তিপত্র স্বাক্ষরের পর প্রথম শস্য ভর্তি জাহাজটি ওডেসা বন্দর থেকে কয়েক ঘণ্টা আগে লেবাননের উদ্দেশ্যে রওনা হয়েছে।

তিনি বলেন, বিশ্বে আামাদের তুরস্কের নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই চুক্তিটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে ভূমিকা রাখবে।

সোমবার (১ জুলাই) রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠকের পর এরদোগান এসব কথা বলেন।

এরদোগান বলেন, ২৬৫২৭ টন ভুট্টা ভর্তি সিয়েরা লিওন-পতাকাবাহী কার্গো জাহাজ “রাজনি” মঙ্গলবার (২ জুলাই) ইস্তাম্বুলে পৌঁছাবে এবং তুর্কি মহানগরে বিরতী দেবে। তারপর আবার ত্রিপোলি বন্দরের দিকে রওনা হবে জাহাজটি।

উল্লেখ্য, ওডেসা, চেরনোমর্স্ক এবং ইউঝনি বন্দরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কয়েক মাস ধরে আটকে ছিল টনকে টন শস্য। তুরস্ক, জাতিসংঘ, রাশিয়া এবং ইউক্রেনের সমন্বয়তায় ২২ জুলাই সেটি পুনরায় চালু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর বাস্তবায়ন হয়েছে। যেটির মূল ভূমিকায় ছিল তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

সূত্র: টিআরটি
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img