মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

ভারতীয় সাবমেরিন আটকের দাবি পাকিস্তান নৌবাহিনীর

পাকিস্তানের সমুদ্রসীমায় ভারতের একটি সামরিক সাবমেরিন শনাক্তের পর আটক করা হয়েছে। পাকিস্তানের নৌবাহিনী এ তথ্য জানিয়েছে। গত শনিবার রাতে ভারতীয় এই সাবমেরিনটি পাকিস্তানের সমুদ্রসীমায় প্রবেশের চেষ্টা করেছিলো বলেও জানানো হয়।

মঙ্গলবার (১৯ অক্টোবর) পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সাবমেরিনটি শনাক্তের পরই পাকিস্তানের দুরপাল্লার সামুদ্রিক নজরদারি করা বিমানের সাহায্যে সেটিকে অনুসরণ করা হয়। পাকিস্তানের এই অভিযোগের মাধ্যমে ২০১৬ সালের পর দেশটির সমুদ্রসীমায় তৃতীয়বারের মতো ভারতীয় সাবমেরিনের অনুপ্রবেশের খবর জানা গেলো।

১৯৪৭ থেকে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পাওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। পরমাণু শক্তিধর দেশ দুইটি চারবার পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়ায়। ২০১৯ সালে ভারতের অধিকৃত কাশ্মিরের স্বায়ত্বশাসন সম্পর্কিত ভারতীয় সংবিধানের ধারা বাতিলের পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে।

সূত্র : আলজাজিরা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img