বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মুহাম্মাদ কাদের বলেছেন, দেশের ৯২ ভাগ মুসলমানের মনের আশা পূরণ করতেই পল্লীবন্ধু হুসেইন মুহাম্মাদ এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেন। এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রধর্ম মানি না বলে, সংবিধান সংরক্ষণের শপথ ভঙ্গ করেছেন। অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তথ্য প্রতিমন্ত্রীর উচিত পদত্যাগ করা।

জিএম কাদের আরও বলেন, ২০১১ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়েছে। তাই আওয়ামী লীগের উচিত দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই প্রতিমন্ত্রীকে দল থেকে বহিষ্কার করা। প্রধানমন্ত্রী ইচ্ছে করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img