বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

এই সরকার জনগণের সরকার নয়: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার জনগণের সরকার নয়। তারা দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে কোনও কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ। তারা মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না। সম্পদের নিরাপত্তা দিতে পারে না। ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখতে পারে না। এই সরকারকে জনগণ চায় না। এই মূহুর্তে সরকারের পদত্যাগ করা উচিত। অন্যথায় যেকোনও অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

সোমবার (১৮ অক্টোবর) বিকালে এ বিবৃতি পাঠানো হয়।

কুমিল্লায় হিন্দুদের দুর্গাপূজায় কুরআন অবমাননারে ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে ছড়িয়ে পড়া সহিংসতার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে মান্না এসব কথা বলেন।

ডাকসুর এই সাবেক ভিপি বলেন, কুমিল্লার ঘটনা এবং একে কেন্দ্র করে ঘটা কোনও ঘটনায় সরকার দায়িত্বশীল আচরণ করেনি। তারা কোনও সহিংসতা ঠেকাতে পারেনি। যারা এসব ঘটনায় জড়িত পুলিশ তাদের গ্রেফতার না করে নিরীহ মানুষকে ধরে নিয়ে অমানবিক নির্যাতন করেছে। মানুষ ভয়ে ঘরে থাকতে পারছে না। গ্রাম খালি হয়ে যাচ্ছে। কুমিল্লা, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে নিয়মিত এসব খবর আসছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img