বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

এসটিএম-৫০০ যুদ্ধ সাবমেরিনের পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে তুরস্ক

এসটিএম-৫০০ নামে একটি ডিজেল-ইলেকট্রিক যুদ্ধ সাবমেরিন পরীক্ষামূলক উৎপাদন শুরু করতে যাচ্ছে তুরস্ক। এটির ডিজাইন করেছে তুরস্কের একদল প্রতিভাবান প্রকৌশলী।

তুরস্কের প্রতিরক্ষা শিল্পের (এসএসবি) প্রধান ইসমাইল ডেমির এ কথা জানিয়েছেন।

এক টুইটার বার্তায় তিনি জানান, এটি আমাদের জাতীয় সাবমেরিন অ্যাডভেঞ্চারের একটি ঐতিহাসিক পদক্ষেপ। আমরা এসটিএম৫০০ সাবমেরিনের উৎপাদন শুরু করছি, যা দেশীয় সম্পদ দিয়ে তুর্কি প্রকৌশলীরা ডিজাইন করেছিলেন।

তিনি জোর দিয়ে জানান, এসটিএম৫০০ উন্মুক্ত সমুদ্রে এবং অগভীর পানি- উভয়ক্ষেত্রে যেন কাজ করতে পারে এমনভাবে ডিজাইন করা হয়েছে।

ইসমাইল ডেমির বলেন, এটি কৌশলগত প্রয়োজন যেমন- পুনরুদ্ধার ও নজরদারি এবং বিশেষ বাহিনীর অভিযান ও সাবমেরিন বিরোধী যুদ্ধেও সাড়া দিতে পারে। এসটিএম৫০০ সাবমেরিনটি উন্নত এবং আধুনিক যুদ্ধ ব্যবস্থা দিয়ে সজ্জিত করা হবে।

সূত্র : ডেইলি সাবাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img