মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

জর্ডানের বন্দরে ক্লোরিন গ্যাস লিকেজ, নিহত ১৩

জর্ডানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী আকাবায় বিষাক্ত ক্লোরিন গ্যাস লিক হয়ে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২৫১ জন আহত হয়েছেন।

সোমবার (২৮ জুন) এ ঘটনা ঘটে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, জিবুতিতে পাঠানোর সময় ২৫ টন ক্লোরিন গ্যাস ভর্তি একটি ট্যাংকার ক্রেন থেকে জাহাজে পড়ে লিক হয় এবং আশেপাশে গ্যাস ছড়িয়ে পড়ে।

খবরে আরও বলা হয়েছে, আহতদের হাসপাতালে নেওয়ার পর এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অসুস্থদের মধ্যে ১৯৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বন্দর এলাকা থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত আবাসিক এলাকার বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে এবং ঘরের জানালা-দরজা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img