শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইভিএম নিয়ে মতামত চাপিয়ে দেওয়ার ইচ্ছে নেই: সিইসি

আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা নিয়ে কোনো মতামত চাপিয়ে দেওয়ার ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, আমরা কিছু দিন আগে ইভিএমের মাধ্যমে নির্বাচন করেছি। রাজনৈতিক মহলে এবং পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি- ইভিএম নিয়ে ঐকমত্য পাওয়ার অবস্থা নেই।

রোববার (১৯ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল তিনি বলেন, যেহেতু আমরা নির্বাচনে ইভিএম ব্যবহার করেছি, সেহেতু আমাদের ধারণা নিতে হবে। আপনাদের মতামত স্বাধীন হবে বলেই আমরা বিশ্বাস করি।

সিইসি বলেন, আমরা কারও ওপর মতামত চাপিয়ে দিতে পারি না, চাপিয়ে দেব না। আমাদের সে ধরনের ইচ্ছে নেই। ইভিএম সম্পর্কে ধারণা দেওয়াই আমাদের উদ্দেশ্য।

তিনি বলেন, ইতোমধ্যে ইভিএম নিয়ে দেশসেরা প্রযুক্তিবিদদের মতামত নেওয়া হয়েছে। তারা বলেছেন, ইভিএম নির্ভরযোগ্য।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img