শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

শেখ মুজিব রাজনীতির বিশ্বকবি: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার মুহাম্মাদ ফজলে রাব্বী মিয়া বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন রাজনীতির বিশ্বকবি।

তিনি বলেন, একজন মহাকবি বিশ্বের কথা বলেছেন- আরেকজন রাজনীতির মহাকবি, তিনিও বিশ্বের কথা বলেছেন। দুজনের মাঝে কোনো দিন দেখা হয়নি, কথা হয়নি, দুজন ছিলেন দুই প্রজন্মের। কিন্তু তাদের চিন্তাধারা মিলিত হয়েছে এক বিন্দুতে। রবীন্দ্রনাথ যা চিন্তা করেছেন, বঙ্গবন্ধু রাজনীতির মাধ্যমে তার বাস্তবায়ন ঘটিয়েছেন।

রোববার (১৬ অক্টোবর) বিকেলে ডেপুটি স্পিকার তার সংসদ ভবনস্থ বাসভবনে লেখক ড. মো: সুলতান আলী রচিত ‘রবীন্দ্র প্রত্যাশার বাস্তব রূপকার শেখ মুজিব’ শীর্ষক পূর্ণাঙ্গ বইয়ের মোড়ক উন্মোচনকালে এসব কথা বলেন।

মো: ফজলে রাব্বী মিয়া বলেন, লেখক ড. মো: সুলতান আলী দুই জগতের দুই দিকপালের মাঝে সাদৃশ্য খুঁজে পেতে দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয় সংসদের লাইব্রেরিতে গবেষণা করেছেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বঙ্গবন্ধুর মিল কোথায়- সেটাই তিনি বইয়ের মাধ্যমে প্রকাশ করেছেন।

এ জন্যই তিনি বইটির নাম দিয়েছেন ‘রবীন্দ্র প্রত্যাশার বাস্তব রূপকার শেখ মুজিব’। সুতরাং এই বইটির মতো বই বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই।

তিনি বলেন, লেখকের সাথে তার বারবার কথা হয়, তিনি যেন তার লেখনির মাধ্যমে হাজার বছরের শেষ্ঠ বাঙালিকে সূচারু-রূপে জাতির সামনে তুলে ধরতে পারেন এ বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া লেখকের অনুরোধে বইটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে, যাতে করে দেশের বর্তমান উন্নয়নের কবি শেখ হাসিনা আরো ভালোভাবে বুঝতে পারেন যে- তার বাবা বাঙালি জাতির জন্য কী ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img