বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

হাসপাতাল ছাড়লেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন

ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন।

ক্লিন্টনকে চিকিৎসা দেওয়া ডাক্তারদের তদারকিতে থাকা ডা আলপেস আমিন এক বিবৃতিতে বলেছেন, বিল ক্লিন্টনের জ্বর এবং রক্তের শ্বেত কণিকা স্বাভাবিক হয়েছে আর তিনি নিউ ইয়র্কে ফিরে অ্যান্টিবায়োটিক কোর্স সম্পন্ন করবেন। তিনি মূত্রণালীর সংক্রমণের চিকিৎসা নিয়েছেন। এই সংক্রমণ পচন পর্যন্ত পৌঁছায়।

আমেরিকার ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় অপেক্ষারত মেডিক্যাল কর্মীদের সঙ্গে হাত মেলান।

মার্কিন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, নিজের ফাউন্ডেশনের এক বেসরকারি আয়োজনে যোগ দিতে ক্যালিফোর্নিয়ায় যান বিল ক্লিন্টন। গত মঙ্গলবার ক্লান্তি অনুভব করেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েকটি টেস্ট করা হয় তার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img