বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

খাশোগি হত্যার পর প্রথম তুরস্কে যাচ্ছেন সৌদি যুবরাজ

সাংবাদিক জামাল খাশোগির হত্যার ৪ বছর পর প্রথমবারের মতো তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান।

শুক্রবার (১৭ জুন) একজন তুর্কি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে রাজধানী আঙ্কারা সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সফরের আনুষ্ঠানিক ঘোষণা এ সপ্তাহেই আসতে পারে। সফরে দেশ দুটির মধ্যে বেশ কয়েকটি বিষয়ে চুক্তি স্বাক্ষর হতে পারে। তবে তুর্কি ওই কর্মকর্তা সফরের আর বিস্তারিত কিছু জানায়নি বলে জানিয়েছে এএফপি।

উল্লেখ্য, ২০১৮ সালের ২ অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে গুপ্তহত্যার শিকার হন দি ওয়াশিংটন পোস্টের সৌদি বংশদ্ভূত সাংবাদিক জামাল খাসোগি। সৌদি সরকারের সর্বোচ্চ স্তরের নির্দেশে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এ ঘটনার পর আঙ্কারা ও রিয়াদের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img