বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

ভারতের আসাম ও মেঘালয়ে ভয়াবহ বন্যা; আরো ১১ জনের মৃত্যু

ভারতের আসাম ও মেঘালয়ে বন্যা ও ভূমিধস ভয়াবহ রূপ নিয়েছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১৭ জুন) রাজ্যের আবহাওয়া বিভাগের কর্মকর্তারা এই তথ্য জানান।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় রাজ্য দুটিতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আসাম ও মেঘালয় ছাড়াও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ, সিকিমে প্রবল বৃষ্টিপাত হবে।

আসামে শুক্রবার সাতজন মারা যায়। এ নিয়ে গত তিন দিনে রাজ্যটিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫-এ। গৌহাটিতে ভূমিধসে আরো তিনজন আহত হয়। ব্রহ্মপুত্র ও বরাক নদীর পানি অনেক স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img